
জুলাই৩৬ নিউজ | ময়মনসিংহ প্রতিনিধি
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি। মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জনাব আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান।
মাহফিল শেষে শহীদ শিশুদের নামে কোরআনখানি ও বিশেষ মোনাজাত করা হয়।